স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মার্চ) সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ছুট্রু। উপজেলা ছাত্রদল নেতা খোরশেদ আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার ফিরোজ, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হামিদ মজুমদার সুমন, সাধারন সম্পাদক গাজী কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল রহমান জিয়া, সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস পাটোয়ারী, আশিকুর রহমান, পৌর ছাত্রদলের সভাপতি কাজী জোবায়েরুল হক, সহ-সভাপতি কামাল হোসেন মজুমদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উজিরপুর ইউনিয়ন বিএনপি নেতা বিপ্লব ভানু, বিএনপি নেতা এয়াছিন, মতিন পাটোয়ারী, শ্রমিকদল নেতা সুজন, খায়ের, ছাত্রদল নেতা শিপন, সজল, এমরান, সজল (২), আশিক, মোহন প্রমুখ।