নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর নয়জন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া, মিয়াবাজার, চৌদ্দগ্রাম বাজার ও জগন্নাথদীঘির পাড়ে দুর্ঘটনাগুলো ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, চিওড়া এলাকার ভিটা ওয়ার্ল্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ক্রাউন সিমেন্ট বোঝাই চট্টগ্রামগামী কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-শ-১৩-০৫১২) সড়কের পাশে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানের হেলপার ভোলার লালমনিরহাট এলাকার ভান্ডারী বাজারের সুমন মিয়া(৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে চালক মোঃ শাকিল মিয়া(২৬)। অপর তিনটি দুর্ঘটনায় আহতদের কয়েকজন হলেন; আদিব হোসেন(৫০), সামাদ হোসেন(৩২), ইবাদত(৪৫), হাতেম(২৭), মাইদুল হাসান(৩৫)। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।