কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে অভিনব কায়দপায়ুপথে ঢুকিয়ে পাচারের সময় ১ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত হচ্ছে- কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছাড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া গ্রামের মোঃ ইউনুসের পুত্র আমান উল্যাহ(১৯) ও একই গ্রামের ইলিয়াছ মিয়ার পুত্র রহমত উল্যাহ(২০)। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার এএসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌদ্দগ্রাম বাজার থেকে ওসি আবুল ফয়সলের নেতৃত্বে মাদক পাচারকারী আমান উল্যাহ ও রহমত উল্যাহকে আটক করি। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর জানায়, বিশেষ কায়দায় পায়ুপথ দিয়ে ঢুকানো পেটের ভিতর প্যাকেটভর্তি ১৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেট আছে। তাদের কথামতো ভাত ও তরল জুস খাওয়ানোর পর দুইজনের পেট থেকে প্যাকেটভর্তি ইয়াবাগুলো বের হয়। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচার করতো বলেও পুলিশের কাছে স্বীকার করে।