www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিনোদন

চোখ অপারেশন করালেন এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই ডান চোখটা নিয়ে বেশ বিপাকে ছিলেন দেশের বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। অবশেষে উপায়োন্তর না দেখে চোখের অপারেশন করাতে বাধ্য হলেন তিনি। শনিবার বিকালে রাজধানীর ধানমণ্ডির একটি চক্ষু হাসপাতালে তাঁর ডান চোখের অপারেশন হয়। এজন্য পরিবারের মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়েছেন চলচ্চিত্র ও নাট্য জগতের জনপ্রিয় এ প্রবীণ অভিনেতা।১০ বছর আগে একই উদ্দেশ্যে মাদ্রাজ গিয়েছিলেন এটিএম শামসুজ্জামান। সেখানকার একটি হাসপাতালে চোখের অপারেশন করানোর জন্য তাকে পাঁচ ঘণ্টা বসে থাকতে হয়। পরে ধৈর্যহারা হয়ে চোখের অপারেশন না করিয়েই রাগ করে সেখান থেকে চলে আসেন। সেই থেকে চোখে সমস্যা নিয়েই গত ১০ বছর কেটেছে তারঁ।কিন্তু ইদানিং সমস্যা এতই বিগতিক হয়ে যায় যে, অপারেশন করাতেই হল ‘ফজা ভাই’কে।এটিএম শামসুজ্জামানের চোখের সমস্যা নতুন কোনো বিষয় নয়। অনেক ছোটবেলা থেকেই তাঁর ডান চোখে ছোট্ট একটি কালো দাগ ছিল। সেই দাগই নানা সময়ে তাঁর চোখে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছিল।১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়এটিএম শামসুজ্জামানের। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। তারঁ অভিনীত অধিকাংশ সিনেমায়ই তাকে খলচরিত্রে দেখা গেছে। অভিনয় ছাড়াও তিনি একই সাথে পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। বর্তমানে তাকে বেশি দেখা যায় কমিডিয়ান নাটকে অভিনয় করতে। যেখানে আরও বেশি জনপ্রিয় প্রবীণ এ অভিনেতা। অভিনয়ে অসামান্য অবদানের জন্য পাঁচবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ এবং একবার ‘একুশে পদক’ লাভ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!