চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে মোটর সাইকেল চালক ওসমান ওরফে নাটু (৩৫) । নিহত নাটু দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছ গ্রামের মৃত্যু শের আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহুর প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, দামুড়হুদার ইব্রাহিমপুর গুচ্ছ গ্রামের মৃত্যু শের আলীর ছেলে ওসমান ওরফে নাটু (৩৫) দামুড়হুদা থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। এসময় সে দামুড়হুদা-চুয়াডাঙ্গা মহাসড়কের ফকিরপাড়া নামক স্থানে পৌছুলে পিছন দিক থেকে আসা মাদানী এন্টারপ্রাইজের ইটভর্তি ট্রাক ( চুয়াডাঙ্গা ট-১১-০৪৩৮) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রাকের নিচ থেকে তার লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।ঘটনাস্থলে ট্রাক ফেলে চালক হেলফার পালিয়ে গেছে।পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়েছে।