চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে গরু চোর চক্রের ৮ সদস্যসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শনিবার দুপুর ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা চার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপার মাহবুবুর রহমান দামুড়হুদা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা ১৩ জন, দামুড়হুদা মডেল থানা ১৩ জন, জীবননগর থানা ৭ জন ও আলমডাঙ্গা থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। এসময় উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য। চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গরু চোর চক্রের সদস্যরা হল- চুয়াডাঙ্গার পৌর এলাকার তালতলা গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে সুন্নত(৫০), হকপাড়ার মৃত নুরনবী ছেলে লাল্টু(৩০), ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে দুলাল(৩০), মুক্তিপাড়ার আব্দুল বারেকের ছেলে আরজ আলী (৪৫), দামুড়হুদার মুক্তারপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে দিলন (২৮), দামুড়হুদা উপজেলা শহরের খাঁ পাড়ার মকছেদ আলীর ছেলে তাহাজ(৪০), বিষ্ণুপুর গ্রামের চান্দু আলী মন্ডলের ছেলে তরজ(৩০) এবং কুষ্টিয়া মিরপুর থানার সদরপুর গ্রামের মৃত খেলাফত মন্ডলের ছেলে বদর উদ্দিন ওরফে বুদো(৫২)। এছাড়া বাকীরা বিভিন্ন মামলার আসামী। বিশেষ অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) কলিমুল্লাহ, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।