www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

চুয়াডাঙ্গায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দু’শিশুসহ ৯ জন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টাকালে দু’শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ১০টায় তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন শিশু, ২ জন কিশোর এবং ৫ জন নারী।
চুয়াডাঙ্গা ৬ বিজিবিসূত্র জানায়, সকালে ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশর চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তে টহল জোরদার করে বিজিবি। পরে সীমান্তের ৮৮ নং পিলারের কাছে পৌঁছালে ২ শিশু, ২ কিশোরসহ ৫ জন নারী বিজিবির টহল দলের সামনে পড়ে। এসময় ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ঝিকাবাড়ি গ্রামের হাদান বৈরাগীর ছেলে রিদয় বৈরাগী (১৬), ওয়াশিম বৈরাগী (১৮), স্ত্রী তাপসী বৈরাগী (৪০), মৃত নিখিল বৈরাগীর স্ত্রী সন্ধ্যা বৈরাগী (৪৮), মেয়ে সঙ্গিতা বৈরাগী (১৭), একই গ্রামের বাবলু বৈরাগীর স্ত্রী তনু বৈরাগী (২০), শিশু ছেলে রাহুল বৈরাগী (৫), ফরিদপুর জেলার বোয়ালমারী পূর্বমোড় গ্রামের সরোজিৎ বিশ্বাসের স্ত্রী চম্পা বিশ্বাস (২০) ও শিশু কন্যা আনুশকা বিশ্বাস (২)। পরে আটককৃতদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, সকালে ভারতে বিনা পাসপোর্টে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ২ শিশুসহ ৯ জনকে আটক করে বিজিবি। পরে তাদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!