গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ১৭৬ বোতল ফেন্সিডিলসহ রতন (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকার বুধবার রাত সাড়ে ৮ টার দিকে হাইওয়ে থানা সংলগ্ন বকচর কোল্ডষ্টোর এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনকে আটক করে ওই পরিবহনে তল্লাসী চালিয়ে ১৭৬ বোতল ফেন্সিডিলসহ রতন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার বায়োজিদপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে জানা গেছে।