গাইবান্ধা থেকে : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্তের জের ধরে শাহাদুলের বাড়ীতে প্রভাবশালী আবু সাঈদ গংরা দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণলংকার লুটপাট করেছে।
সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মৃত, আয়মুদ্দিনের পুত্র ব্যবসায়ী শাহাদুল ইসলামের ক্রয়কৃত বাড়ীর মধ্যে রাস্তা নিয়ে তার বড় ভাই প্রভাবশালী আবু সাঈদের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ৬ আগষ্ট রাত ৮টার দিকে শাহাদুল ইসলাম বাড়ীতে না থাকার সুযোগে আবু সাঈদের নেতৃত্বে আবু সাঈদের পুত্র তরিকুল ইসলাম, বোরহান আলী গংরা দেশীয় অস্ত্রে সর্জ্জিত হয়ে বাড়ীতে হামলা চালিয়ে টিনের বেড়া, আসবরপত্র ভাংচুর করে ঘরের ভিতরে ঢুকে টিনের বড় বাক্স ভেঙ্গে নগদ ৩ লক্ষ টাকা, সোনার হাড়, হাতের বালা, কানের দুল, আংটি, গলার চেইনসহ সাড়ে ৩ ভড়ি সোনা নিয়ে গেছে। এ সংবাদ গ্রামবাসী জানতে পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এহটনায় উক্ত গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।