গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইছা মোল্লা (৩৩) ও কালু শেখ (৪০) কে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাচারতারা ব্রিজের উপর থেকে মাদক বিক্রির সময়ে ১৫০ পিচ ইয়াবাসহ ইছা মোল্লাকে ও আলিঠাপাড়া গ্রাম থেকে ২০ পিচ ইয়াবাসহ কালু শেখ কে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল। মাদক ব্যবসায়ী ইছা মোল্লা উপজেলার হিজলবাড়ী গ্রামের মোকিত মোল্লার ছেলে ও কালু শেখ আলিঠাপাড়া গ্রামের মৃত ছালাম শেখের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, ইছা মোল্লা ও কালু শেখ দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে অসছিলো। মাদক বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের কে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।