www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

গুইমারায় উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

এম. সাইফুর রহমান, খাগড়াছড়ি : মাহে রমজান সম্প্রীতি-সংযম, ধৈর্য-সহানুভূতি, পারস্পারিক সম্পর্ককে মজবুত করার শিক্ষা দেয় উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে সুন্দর সমাজ গঠনের আহবান জানিয়েই রমজানের আগমন ঘটে। রমজানের সংযম থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। মিথ্যাচার থেকে বেরিয়ে এসে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষে মানুষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে মজবুত করতে হবে। বৃহস্পতিবার খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল গোলাম ফজলে রাব্বি, নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল রোবায়েত মাহমুদ হাসিব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতাল গুইমারা’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল ওহাব, বিজিবি’র গুইমারা সেক্টরের জিটুআই মেজর মোঃহামিদুর রহমান, গুইমারা থানার ওসি জোবায়রুল হক, উপজেলা আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান বাবু মেমং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক শেখ মোঃ ইব্রাহীম, উপজেলা প্রেসক্লাব গুইমারার উপদেষ্টা সাংবাদিক আঃআলীসহ নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিগণকে নিয়ে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোঃ ওসমান গনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!