গাবতলী (বগুড়া) থেকে : বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল জলিল পাইকার ইন্তেকাল করেছেন (ইন্না —— রাজিউন)।বৃহস্পতিবার সকাল ৮ টায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাঁকে গাবতলী হাসপাতাল পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ৯ টায় স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি কয়েকবার গাবতলী সদর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে গাবতলীতে শোকের ছায়া নেমে আসে।