বগুড়া জেলা সংবাদদাতাঃ শুক্রবার বগুড়ার গাবতলী সোনারায় হাইস্কুল মাঠে সাবেকপাড়া নওরোজ ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ই আর মশিউর রশিদ রাজু। বিশেষ অতিথি ছিলেন সাবেকপাড়া নওরোজ ক্লাবের সাধারন সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সাজু। আরো উপস্থিত ছিলেন সাহাদত, রাসেল, জিয়াদ, রনি, ঝিনুক, রাজ্জাক, সোহাগ, ফুল মিয়া প্রমুখ। খেলায় ডাবলু স্মৃতি একাদশ বনাম জয়নাল স্মৃতি একাদশ অংশ গ্রহন করেন।