গাইবান্ধা থেকে : গাইবান্ধার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার ১৮৩২.২৭ একর জমির উপর রংপুর অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য সরকারের কাছে জেলা পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা তার লিখিত প্রস্তাবনায় উল্লেখ করেন, জমির পরিমাণ, সার্বিক ও ভৌগলিক অবস্থায় বিবেচনায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) তত্ত্বাবধানে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা যেতে পারে। কেননা গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কে উত্তর-পশ্চিম পার্শ্বের এই জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে সবরকম সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। এতে উপজাতীয় সাঁওতাল জনগোষ্ঠীসহ রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাট জেলার এতদঞ্চলের ১২ লক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে এবং অবহেলিত এসব এলাকার দারিদ্র বিমোচন হবে। এতে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি এবং দেশী বিদেশী ৫০ হাজার কোটি টাকার শিল্পে বিনিয়োগ হবে বলে আশা করা হচ্ছে। ওই এলাকায় শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হলে এলাকার বাইরে এবং আশেপাশে অন্যান্য স্থানে শিল্পায়ন হবে এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধিসহ উত্তরাঞ্চলের মানুষের মাথাপিছু আয় বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহবুবর রহমান ও জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।