গাইবান্ধা থেকে : গাইবান্ধার অতিদরিদ্র মানুষের আর্থ-সামাজিক এবং শিক্ষার উন্নয়নে এ্যাকশন ফর বাংলাদেশের নিজস্ব উদ্যোগে সোমবার ৫ জনকে সার্বিক সহায়তা প্রদান করা হয়। অতিদরিদ্র গৃহবধুকে ছাগল, কলেজ শিক্ষার্থীকে বই খাতা, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
এসব সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, এ্যাকশন ফর বাংলাদেশের মোহাম্মদ আবু সাঈদ, আবু রায়হান সুমন, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল প্রমুখ।
উল্লেখ্য, এই সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন সহায়তা যারা পেলেন তারা হলেন- সদর উপজেলার দারিয়াপুরের আশরাফুল ইসলাম, শহরের মুন্সিপাড়ার আব্দুল লতিফ। এ দু’জনকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া শহরের অতিদরিদ্র পরিবারের বিলকিছ বেগম এবং পিয়ারাপুরের মজিরন নেছাকে পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে একটি করে ছাগল প্রদান করা হয়। এছাড়া গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ববিতা খাতুনকে তার লেখাপড়ার সহায়তার জন্য একসেট বই ও খাতা প্রদান করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এ্যাকশন ফর বাংলাদেশের নামের এই প্রতিষ্ঠানটি অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আবু সাঈদসহ ওই প্রতিষ্ঠানের নিবেদিত প্রাণ সদস্যদের ব্যক্তিগত সহায়তায় ৫ বছর যাবত সারাদেশে দরিদ্র মানুষের কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে প্রধান ব্যক্তি মোহাম্মদ আবু সাঈদ দেশের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন পত্রিকার খবর পড়ে এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দরিদ্র ব্যক্তিদের সম্পর্কে অবগত হয়ে সরেজমিনে সেখানে গিয়ে তাদের অবস্থান পর্যবেক্ষন পূর্বক প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকেন। সহায়তার ধরনটি এমন যেন তাদের প্রাপ্ত সহায়তার ভিত্তিতে একটি অতিদরিদ্র পরিবার আত্মনির্ভর হিসেবে দাঁড়াতে পারে।