www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

গরিবের জন্য বিনা পয়সায় আইনি সহায়তা

নিজস্ব প্রতিবেদক : ফ্রি মেডিকেল ক্যাম্প হয়, কিন্তু ফ্রি আইনি পরামর্শের ক্যাম্পের কথা কি শুনেছেন? শাত শামীমের মাথায় অনেকদিন ধরেই এই আইডিয়াটা ঘুরঘুর করছিলো। পেশায় তিনি আইনের শিক্ষক। পেশাগত কারণেই মানুষের আইনগত সহযোগিতার অভাবের কথাটা তার জানা ছিল। জানেন এদেশে সঠিক আইনি পরামর্শের জন্য মানুষ হন্যে হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু ঠিকঠাক পরামর্শ পাওয়া যায় না। আর সেজন্যই তার ইচ্ছে ছিল প্রত্যন্ত গ্রামে গিয়ে গিয়ে ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প’ করবেন।শামীম জানান, মূলত প্রত্যন্ত গ্রামের মানুষকে আইনি সেবা দেয়ার জন্য এই ক্যাম্প করতে চান তিনি। বলেন-‘আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত গ্রামের মানুষকে আইনি সেবা দেয়া, যেখানে চট করে আইনজীবী পাওয়া যায় না। এই মানুষগুলো আইনি সহায়তা দেয়ার মাধ্যমে সকল নাগরিকের আইনি সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টাটাই এখানে মুখ্য।’এর মধ্যে আশুলিয়ায় পরীক্ষামূলক ক্যাম্প করে যথেষ্ট সাড়া পেয়েছেন শামীম এবং তার দল। জমি জমা সংক্রান্ত জটিলতা এবং পারিবারিক বিষয় নিয়ে আইনি পরামর্শ চাইতে প্রচুর লোক এসেছে তাদের ক্যাম্পে। তাদের আইনি সহায়তা দিয়েছেন, শুনেছেন তাদের সমস্যার কথা। চেষ্টা করেছেন সমাধান দিতে। আশুলিয়ার সাফল্যে উৎসাহ বেড়ে গেছে তাদের।শরীয়তপুরের গোসাইরহাটেও করে ফেলেছেন আরেকটি লিগ্যাল এইড ক্যাম্প। সেখানেও সফলতা শতভাগ। আর এতে করে তাদের উৎসাহ বেড়ে গেছে শতগুণ। আরোও ‘লিগ্যাল ক্যাম্প’ করার প্রস্তুতি নিচ্ছেন শাত শামীম এবং তার দলবল। কিন্তু সব ভালো কাজের প্রথম সমস্যা থাকে এটা, টাকার অভাবশাত শামীম বলছিলেন ‘যথারীতি আমার যা হয়, আইডিয়া থাকে কিন্তু বাস্তবায়নের টাকা থাকে না। নানা জনের কাছে বললাম, কেউ সাহায্য করতে চায় না। নানা উপদেশ দিয়ে ইস্তফা নেয়। শেষে নিজ অর্থায়নে একটা পরীক্ষামূলক ক্যাম্প করলাম আশুলিয়ার বাংলা বাজারে। ব্যাপক সাড়া পেলাম। এখন এটাকে ছড়িয়ে দিতে চাই এই সেবা গোটা দেশের প্রান্তিক এলাকায়।’আপাতত নিজ উদ্যোগ আর এইচটিপি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় শাত শামীম তার লিগ্যাল এইড ক্যাম্পের কাজ চালিয়ে যাচ্ছেন। সাথে সাথে তরুণ আইনজীবীদের প্রশিক্ষণও দিচ্ছেন এধরনের আইনি সহযোগিতা দেয়ার যোগ্যতা অর্জনে। যাতে করে পরবর্তীতে এ ধরনের উদ্যোগ আরো ঘন ঘন নেয়া যায় এবং আরো প্রত্যন্ত অঞ্চলে আইনি সেবা দেয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!