www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

গণপ্রকৌশল দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও সমাবেশ

ঝিনাইদহ: “টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা”এ শ্লোগানকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সভাপতি সুকণ্ঠ দেব শর্মা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, আইডিইবি’র সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ আব্দুর রশিদ মল্লিক, সহ-সভাপতি মুন্সী মো: আবু জাফর। অনুষ্ঠানে ৪ শতাধিক ছাত্র সদস্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রূপকল্প ২১ বাস্তবায়নে সহযোগীতার আশ্বাস প্রদাণ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!