নিজস্ব সংবাদদাতা : খুলানা সিটি কর্পোরেশনের দাপ্তরিক সেবা কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষ্যে নগর ভবনের নিচ তলায় ওয়ান স্টপ সার্ভিস চালু করা হচ্ছে।
কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নতুন এ সেবা কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদানের জন্য নগরীর সিএসএস আভা সেন্টারে ‘‘আইডেন্টিফিকেশন অব সার্ভিস ডেলিভারী প্রোসেস থ্রু ওএসএসসি’’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। দাতা সংস্থা জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) আয়োজিত ২ দিন ব্যাপী এ কর্মশালা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যা সোমবার বিকেলে সমাপ্ত হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিস কেন্দ্রের মাধ্যমে (১) করধার্য শাখার নতুন হোল্ডিং নম্বর প্রদান, নামজারী, রিভিউ আবেদন (২) কর আদায় শাখার কর পত্র প্রদান, বিল প্রদান (৩) লাইসেন্স শাখার নতুন ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের জন্য বিল প্রদান (৪) যে কোন ধরণের অভিযোগ গ্রহণ এবং (৫) সকল প্রকার ফরম ও নির্ধারিত টিকেট বিক্রয় কাজ সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।