খুলনা প্রতিনিধি : রূপসায় কতিপয় ডকইয়ার্ড মালিকের বিরুদ্ধে শ্রমিকদের ওপর অন্যায় অত্যাচার ও জুলুমের অভিযোগ উঠেছে। তারা শ্রমিকদের শোষন করে নিজেরা আরাম আয়েশে জীবন কাটাচ্ছেন। পাশাপাশি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগে বলা হয়েছে রূপসা উপজেলার ফাতেমা ডকইয়ার্ডের মালিক বেলায়েত হোসেন, রূপসা ডকইয়ার্ডের মালিক রাসু মিয়া ও খুলনা ডকইয়র্ডের মালিক সালাউদ্দিন ডক মালিক সমিতির নির্দেশ উপেক্ষা করে শ্রমিক স্বার্থ বিরোধী কর্মকান্ড পরিচালনা করছেন। যা বর্তমান শ্রমিক বান্ধব সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। অভিজ্ঞরা মনে করছেন বর্তমান সময়ে এই শিল্পের হাজার হাজার শ্রমিক উস্কে দেয়ার চক্রান্ত। এই চক্রান্ত প্রতিহত করার শপথ নিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ। অর্থলোভী মালিকদের এ সকল অন্যায় অত্যচারের প্রতিবাদে বৃহত্তর খুলনা ডকইয়ার্ড শ্রমিক ইউনিয়নের এক জরুরী সভা গক ২৮ জুলাই বিকেলে সংগঠনের রহিম নগরসহ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আইনাল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল। সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান শুকুর, সাবেক সহ সভাপতি আলী আকবর আকা, ঠিকাদার আলমগীর হোসেন, শহিদুল ইসলাম,মাহাতাব,মিল্টন, মোতালেব, ইসলাম, মনির, মিজান, কালাম,রনি, তাজ, মফিজ,সোহাগ.রমজান ও শরিফুল। বক্তারা ডক মালিকদের স্বেচ্ছাচারীতা বন্ধের জোর দাবি জানান।