খুলনা প্রতিনিধি : খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মনোজিৎ কুমার বিশাস ও বিভাগীয় গোয়েন্দা শাখার সিপাহী আবু সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জেলার উপপরিচালক রাশেদুজ্জামান নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে মদ্যপ অবস্থায় খুলনার বটিয়াঘাটা থানায় গিয়ে তারা দুজন অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি থানা পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে অধিদপ্তরকে জানানো হয়। অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় এ দুইজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।