শরীফ আহমেদ মজুমদার,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলিতে সড়ক দুর্ঘটনায় পথচারি ও কাভার্ডভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছে।শুক্রবার(২৯ সেপ্টম্বর) বেলা সোয়া ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুড়ঝুলিতে এ দুঘর্টনা ঘটে।নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজনেই পুরুষ।স্থানীয় সূত্র জানায়, একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই একজন পথচারি (৩৫) নিহত হয়। কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়ার পথে চালকের (৪০) মৃত্যু হয়।ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।