স্টাফ রির্পোটার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখালে ‘উপজেলা পোষ্ট ই সেন্টারের’ উদ্যোগে ২৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় উৎসাহিত হতে উদ্বুদ্ধকরণমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তরুন কবিও সংবাদকর্মী আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট পোষ্ট ই সেন্টারের পরিচালক জহিরুল ইসলাম ভূইয়া। উপস্থিত ছিলেন মাইন উদ্দিন শান্ত, আল মামুন, মো: শিপন, হেসাখাল হাইস্কুলের সহকারী শিক্ষক এম ফিরোজ, শিক্ষক ইব্রাহিম খলিল, কলেজের প্রভাষক মোহাম্মদ আলী, মাদ্রাসার সহকারী শিক্ষক মো: মানিক। উপজেলা পোষ্ট ই সেন্টারের উদ্যোগে একই স্থানে অবস্থিত হেসাখাল বাজার স্কুল এন্ড কলেজ, হেসাখাল বাজার হাইস্কুল ও হেসাখাল দাখিল মাদরাসায় আলাদাভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ৩টি প্রতিষ্ঠানের নবম শ্রেনী, দশম শ্রেণী ও কলেজে একাদশ,দ্বাদশ শ্রেনীর কয়েক শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উক্ত পোষ্ট ই সেন্টারটি নাঙ্গলকোট বাজার মনোয়ারা ম্যানশনের ২য় তলাতে প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করে, এবং সরকারি ভাবে প্রশিক্ষনের সনদ প্রদান করা হয়।