www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

কুমিল্লা নাঙ্গলকোটে ছাত্রলীগ সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা নাঙ্গলকোটে থানা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ রবিবার সকাল ১১টায় নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ ও নাঙ্গলকোট হাছান মেমেমোরিয়াল সরকার কলেজ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি নাঙ্গলকোট পৌরবাজারের নাঙ্গলকোট সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতহয়। এসময় উপস্থিত ছিলেন-নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু,ভাইস চেয়ারম্যান আবু ইউসুপ ভুইয়া,নাঙ্গলকোট সরকারী কলেজের অধ্যক্ষ সাদেক হোসেন ভুইয়া,নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু,নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিন উদ্দীন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন ,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আব্দুল জলিল,বাঙ্গড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম ,পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসহাক,মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল,নাঙ্গলকোট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওবায়েদুল হক,নাঙ্গলকোট সরকারী কলেজের সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন,নাঙ্গলকোট সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল আবু বক্কর ও সবুজ প্রমুখ সহ  নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগ এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত ৪মার্চ রবিবার দুপুরের খাবার খাওয়ার সময় নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন কে নাঙ্গলকোট পৌর বাজারের মোল্লা হোটেলে একা পেয়ে, নাঙ্গলকোট পৌরসভার পূর্ব দৈয়ারা (কোদালিয়া) গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনেয়ার হোসেন মিশু ও তার কয়েক জন সন্ত্রাসী বাহিনী মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে গুরুতর আহত করে।  আহত অবস্থায় আব্দুর রাজ্জাক সুমন কে স্থানিয়রা উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা সাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!