নিজস্ব প্রতিবেদক :
জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম বলেছেন, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে কুমিল্লার কোরবানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ জন্য জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পশুর হাট-বাজারগুলোতে স্বেচ্ছাসেবক দল থাকবে। হাসিলের চার্ট টানানো থাকবে। জালনোট চিwbত করণের জন্য বিশেষ বুথ থাকবে। অসুস্থ পশু যাতে বিক্রি করা না হয় সেজন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে মেডিকেল টিম থাকবে। রাতে প্রতিটি মার্কেট ও আবাসিক এলাকায় নাইট গার্ডের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যানবাহন চলাচলে নির্বিঘœতার লক্ষ্যে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের বিশেষ নজরদারি থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী কোরবানীদাতাদের নির্ধারিত স্থানে পশু জবাই করতে হবে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্বর বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাইফ উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম ফয়জুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: সাহিনুল ইসলাম, জেলা হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সী, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম, জেলা শিক্ষা অফিসার মো: আবদুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নূরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আবদুল মান্নান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক ডা: মো: মাহাবুবুল করিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো: মানজুরুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীরসহ বিভিন্ন সরকারি অফিস ও সংস্থার কর্মকর্তাবৃন্দ।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব।
সভায় উপজেলা পর্যায়ে জেলা পরিষদের ডাকবাংলোগুলো সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর ধনঞ্জয় গণকবর সংস্কার ও বেস্টনী দেয়াল দ্রুত নির্মাণের সিদ্ধান্তসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় কুমিল্লা সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সিটি কর্পোরেশন এলাকার রাস্তাঘাটের দুর্দশা ও জলাবদ্ধতার দুর্ভোগ ও যানজট বিষয়ে তেমন কোনো আলোচনা হয় নি। সিটি কর্পোরেশনের প্রতিনিধি অনুপস্থিত থাকায় বক্তাদের কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন।