নিজস্ব প্রতিনিধি : সাহিত্য সংগঠন কুমিল্লা কবি ফোরামের ২০১৭-১৯ সেশনের কার্যকরী কমিটি শনিবার ( ০৫.০৮.২০১৭) বিকাল ৪ টায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ ডায়না হোটেলের ৩য় তলায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ছাঈদ আহমদের সভাপতিত্বে সর্বস্মতিক্রমে ডাক্তার ও কবি মো: আবদুল আউয়াল সরকারকে সভাপতি ও আবদুল কাইয়ুম আশিককে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। কমিটির বাকী সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. খাইরুল ইসলাম সুমন, হাবিবুর রহমান হৃদয়, যুগ্ম সম্পাদক সীমা চন্দ্র নম, সাংগঠনিক সম্পাদক তাছলিমা লিয়া, অর্থ সম্পাদক এমদাদুল হক ইয়াছিন, দপ্তর সম্পাদক জয়দেব ভট্টাচার্য্য ভুলু, নিবার্হী সদস্য হিসেবে শাহাদাত ইসলাম সবুজ, আজিম উল্যাহ হানিফ, মেহেদী হাসান, নিলাঞ্জন দাশ, মাসুম মিল্লাত, কবি এস এম আবুল বাশার। উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন কবি ফখরুল হুদা হেলাল, বেগম ফাতেমা আলী, বীরমুক্তিযোদ্ধা ও কবি এন এম ছাঈদ আহমদ, বীরমুক্তিযোদ্ধা ও কবি শহীদুল হক, আজাদ সরকার লিটন, সঞ্চয় কুমার দাশ।