কুমিল্লার লাকসামে নিখোঁজের ৩ দিন পর এক তরুনীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় ওই তরুনীর মরদেহ কোঁয়ার পশ্চিম পাড়ার মসজিদের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুুলিশ। নিহত তরুনীর নাম শারমিন আক্তার (১৮)। সে ওই গ্রামের রুস্তম মিয়ার মেয়ে।লাকসাম থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মাহফুজ জানায়, উপজেলার বাকই ইউনিয়নের কোঁয়ার গ্রামের রুস্তম মিয়ার মেয়ে শারমিন আক্তার গত ৩ দিন ধরে নিখোঁজ ছিল। পরে আজ বুধবার কোঁয়ার পশ্চিম পাড়ার মসজিদের সেপটিক ট্যাংকে তাঁর বস্তাবন্দী লাশের খবর পয়ে শারমিনের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারনা, ধর্ষনের পর তাকে হত্যা করে লাশ গুম করতে সেপটিক ট্যাংকে লাশটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মজুমদার,
প্রধান উপদেষ্টা সাজ্জাদুল কবীর,
উপদেষ্টা জাকির হোসেন মজুমদার,
উপদেষ্টা এ এস এম আনার উল্লাহ বাবলু ,
উপদেষ্টা শাকিল মোল্লা,
উপদেষ্টা এম মিজানুর রহমান