কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকার গোমতি হাসপাতালের সামনে নাসির উদ্দিন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার
রিপোর্টারের নাম :
প্রকাশিত :
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
৩৭
বার পড়া হয়েছে
শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকার গোমতি হাসপাতালের সামনে থেকে মোঃ নাসির উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ ।আজ বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকালে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত মোঃ নাসির উদ্দিন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহবাদ এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে।দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনঞ্জুর কাদের ভূইয়া জানান, বুধবার রাতে কংশনগরের জোনাকি হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে নাসির। তখন স্থানীয়রা তাকে গোমতি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আজ সকালে হাসপাতালের সামনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি। মরদেহের ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন মজুমদার,
প্রধান উপদেষ্টা সাজ্জাদুল কবীর,
উপদেষ্টা জাকির হোসেন মজুমদার,
উপদেষ্টা এ এস এম আনার উল্লাহ বাবলু ,
উপদেষ্টা শাকিল মোল্লা,
উপদেষ্টা এম মিজানুর রহমান