নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার নাঙ্গলকোটে এক ছাত্রলীগ নেতাকে এক হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইমাম হোসেন মজুমদার শিশির। সে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হুমায়ন কবির মজুমদারের ছেলে।
বুধবার (৩০ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাঁর নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানার তদন্ত অফিসার হারুন । তাঁর হত্যা মামলা নং ১৭/৪৬ ধারা ৩০২,২০১,৩৪ দন্ডবিদী তাকে গ্রেফতার করে পুলিশের একটি দল।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব জানান, ইমাম হোসেন মজুমদার শিশিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।