নিজস্ব প্রতিবেদক :
২৯ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টি সাহেববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক কালেরকন্ঠ শুভ সংঘের উদ্যোগে মাদক-যৌতুক-বাল্যবিবাহ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কবি এস এম আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেরকন্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাজু, ডা.্ একে এম মারুফ হোসেন, শিক্ষক সাখাওয়াত হোসেন, শিক্ষক আয়েশা বেগম, কবি আজিম উল্যাহ হানিফ, প্রধান শিক্ষক সাকিলা শারমিন, জাকির হোসেন লিটন, শরীফুল ইসলাম সবুজ, নাজমুল হাসান প্রমুখ। এতে প্রতিষ্ঠানের তৃতীয়,র্চতুথ ও ৫ম শ্রেনীর শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।