নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের এক নেত্রীকে আপত্তিকর অবস্থায় আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার চিত্রা হোটেল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে হোটেলে অবৈধ কাজে লিপ্ত ছিলেন। গোপন সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় তাদেরকে আপত্তিকর অবস্থায় পেয়ে আটক করে।
খোঁজ নিয়ে জানা গেছে, আটক নেত্রী বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগের সহ-সহভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক জুয়েল রানা হালিম জানান, আমি ঘটনাটি শুনেছি। সভাপতি ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি আসলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
কুষ্টিয়া সদর থানার কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় কুষ্টিয়ার চিত্রা হোটেল থেকে আটক করা হয়েছে। তাদের অভিভাবক এলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে