www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট হিসেবে নর্দান ইউনিভার্সিটি উপাচার্যের ভারত সফর

প্রেস বিজ্ঞপ্তি: এসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউটস ইন সাউথ এশিয়ান (AMDISA) এর আমন্ত্রণে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন গত ৬ ফেব্রুয়ারি ভারতের ব্যাঙ্গালুরু সফরে যান। নার্সি মনজি ইনস্টিটিউটস অব ম্যানেজমেন্ট স্টাডিজ (NMIMS) এর পিয়ার রিভিউ টিম এর আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তাদের একাডেমিক প্রোগ্রামসমূহ পর্যবেক্ষণ করতে তাঁকে ভারতে আমন্ত্রণ জানানো হয়। চারদিনের সফরে এনএমআইএমএস (NMIMS) এর কর্মসূচী সম্পন্ন করে তিনি গত ১০ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে নিজ কর্মস্থলে যোগদান করেন। এনএমআইএমএস এর স্কুল অব বিজনেস ম্যানেজমেন্ট এর ব্যাঙ্গালুরু ক্যাম্পাসের এ সফরে ড. আনোয়ার হোসেন এর সাথে টিম মেম্বার হিসেবে অন্যান্যের মধ্যে ছিলেন ড. ম্যাথিও মনিমালা, ড. শতীশ আইলাওয়াদি ও মি. অনুপম ভারটিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!