নিজস্ব সংবাদদাতা : নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুর্ঘটনায় পুনঃবীমার (রিইন্সুরেন্স) ৫ কোটি ৭০ লাখ ৫০হাজার টাকা সেনা কল্যাণ ইন্সুরেন্সের কাছে হস্তান্তর করেছে সাধারণ বীমা করপোরেশন।
আজ রবিবার বিকেলে সাধারণ বীমা করপোরেশন তার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই রিইন্সুরেন্সের টাকা হস্তান্তর করে।
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম সেনা কল্যাণ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীমের কাছে আনুষ্ঠানিক এই টাকা হস্তান্তর করেন।
শিবলি রুবায়াত-উল-ইসলাম জানান, এটি রিইন্সুরেন্সের প্রথম কিস্তির টাকা। বাকি টাকা এক সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে। সাধারণ বীমা করপোরেশন এর আগে গত ২২ মার্চ ৩৪ কোটি ৬১ লাখ টাকা হস্তান্তর করে সেনা কল্যাণ ইন্সুরেন্সের কাছে।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ। এতে ৫১ জন যাত্রী নিহত হন। এর মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশী যাত্রী।