বিনোদন ডেস্ক : আবার বিয়ে করতে চান বলিউড নায়িকা বিপাশা বসু। বরের নাম কর্ণ।কিন্তু গত বছরই না ধুমধাম করে বিয়ের কাজ সেরে নিয়েছেন বিপাশা। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে সুখী দাম্পত্যের ছবি একাধিকবার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।তাহলে নতুন কোন কর্ণের সঙ্গে আবার গাঁটছড়া বাঁধতে চান নায়িকা?না! নতুন কোনো কর্ণ নয়, মালাবদল আর সাত পাঁক যার সঙ্গে হয়ে গেছে, সেই কর্ণ সিংহ গ্রোভারকেই আবার বিয়ে করতে চান তিনি।সম্প্রতি মুম্বাইয়ে এক বই প্রকাশ অনুষ্ঠানে নিজেই এ কথা স্বীকার করেছেন বিপাশা বসু।কেন? ওই অনুষ্ঠানে সাংবাদিকদের বিপাশা জানান, তার কাছে বিয়ের প্রস্তুতি যেন কোনো ছবির প্রস্তুতির মতো। সেটাই তিনি এনজয় করতে চান।বিপাশা বলেন, ‘একটা বিয়ে মানে কত রকম আইডিয়ার সমাহার। আমি যখন বিয়ে করেছিলাম, ঠিক যেন কোনো ফিল্মের প্রিপারেশন। ফের ওই দিনটা ফিরে পেতে চাই।’