আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে রাতের খাবার খেয়ে ৫ পরিবারের প্রায় ২০ জন সদস্য অসুস্থ্য হয়ে পড়েছে। অসুস্থ্যদের মধ্যে প্রায় ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার জাতআমরুল (সুইপারপট্টি) গ্রামে।
জানা যায়, সুইপারপট্টির প্রায় ৫টি পরিবারের লোকজন গত শুক্রবার রাতে খাবারের পর থেকে পেটে ব্যাথা অনুভব করতে থাকে। শনিবার সকাল থেকেই শুরু হয় বমন ও পাতলা পায়খানা। এতে করে নারী ও শিশুসহ প্রায় ২০ জন গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় অসুস্থ্যদের মধ্যে রামলালের ছেলে সুদির (৪৫), সাজু (২৮), সুদিরের ছেলে সুমন (২২) সুদিরের স্ত্রী সুমিত্রা (৩৮), দিলিপের মেয়ে রাত্রী (১২), কার্তিকের মেয়ে রুমি (১৫) ও রাজার মেয়ে রুপাসহ (১৫) ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত সহকারী মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন বলেন, এমনিতেই এরা পরিচ্ছন্নতার দিক দিয়ে সতর্ক থাকে না। এরপরও সম্ভবত খাবারের মধ্যে কোন পয়েজিন ছিল। যার জন্য এমনটি হয়েছে। তবে যথাযথ চিকিৎসা চলছে, দ্রুত তারা সুস্থ্য হয়ে যাবে।