www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

আজ থেকে সাত কলেজে ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজে ভর্তির আবেদন আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে শুরু হচ্ছে। এজন্য বুধবার একটি ওয়েবসাইট ও ভর্তি আবেদন প্রক্রিয়া কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে www.7college.du.ac.bd ওয়েবসাইট ব্যবহার করে ভর্তির আবেদন করা যাবে। চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। ওয়েবসাইট থেকে পে-স্লিপ নিয়ে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর, ২ ডিসেম্বর বাণিজ্য ইউনিট ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৮ ডিসেম্বর। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১৬ হাজার ৯০০, বাণিজ্যে আট হাজার ৭৮৫ এবং বিজ্ঞান ইউনিটে আট হাজার ৬০০টি আসন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!