নিজস্ব প্রতিবেদক : র্যাবের সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ২৬ হজযাত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন র্যাম্পে সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুর থেকে আসা তামান্না গ্রুপের হজযাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-১৩০০) বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন র্যাম্প দিয়ে টার্মিনালের দোতালায় উঠার সময় হঠাৎ ব্রেক লক অকেজো হয়ে যায়। তখন এই বাসটি পেছনের দিকে নামতে নামতে রেলিং ভেঙে প্রায় ঝুলন্ত অবস্থায় আটকে যায়।
এ সময় সিভিল এভিয়েশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারে র্যাবের সহযোগিতা চান। খবর পেয়ে র্যাবের একটি উদ্ধার টিম উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হজযাত্রীদের নিরাপদ অবস্থানে নিয়ে আসেন এবং গাড়িটি উদ্ধার করেন।র্যাব জানায়, উদ্ধারকৃত বাসটিকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে দুপুর দুইটার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।