www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিনোদন

অপুর পক্ষে তসলিমা, ‘পচালেন’ শাকিবকে

বিনোদন ডেস্ক,  : আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের তালাকের ঘটনা নিয়ে আপাতত সরগরম মিডিয়া পাড়া। শাকিব কর্তৃক অপুকে তালাকের নোটিশ পাঠানোর এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় চলছে পক্ষে-বিপক্ষে কথা চালাচালি ও যুক্তি তর্ক। কেউ কেউ কথা বলেছেন শাকিবের পক্ষে। কেউ কেউ আবার অপুর পক্ষে।

তবে নিজের ধর্ম ত্যাগ করে শাকিবকে বিয়ে করায় এবং স্বামীর নির্দেশে দীর্ঘদিন সে বিয়ের খবর গোপন করে রাখতে বাধ্য হওয়ায় শোবিজ জগতের অভিনেতা-অভিনেত্রীসহ সোশ্যাল মিডিয়ার বেশিরভাগই অপুর পক্ষেই কথা বলেছেন। এবার অপুর হয়ে কথা বললেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। দিলেন কিছু পরামর্শও।

অপুকে সান্ত্বনা দিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নায়ক শাকিব তালাক দিচ্ছেন নায়িকা অপু বিশ্বাসকে। অপুর দোষ হচ্ছে, সে তার স্বামীর নির্দেশ পালন করেনি, তার কথা শোনেনি। শাকিবকে ভালোবেসে অপু নিজের ধর্ম ছেড়ে শাকিবের ধর্ম গ্রহণ করেছে, শাকিবের বাড়িতে ঝি-চাকরের মতো কাজকর্মও করেছে।’

‘শাকিব বিয়ের ব্যাপারটা লুকিয়ে রাখতে বলেছে বলে লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার খবরটাও লুকিয়ে রাখতে বলেছে বলে দীর্ঘকাল লুকিয়ে রেখেছে। বাচ্চা হওয়ার সময় শাকিব হাসপাতালে যায়নি, তারপরও শাকিবের জন্য অপুর ভালোবাসা একটুও কমেনি। এখন বাচ্চা কোলে মেয়েটি পাচ্ছে তালাকনামা।’

অপুর স্বামীকে উদ্দেশ্য করে তসলিমা লিখেছেন, ‘শাকিবের মতো আত্মম্ভরী পুরুষতান্ত্রিকের সঙ্গে তালাক হয়ে যাওয়াই অবশ্য ভালো। স্বনির্ভর মেয়ে নিজের দেখভাল নিজেই করতে পারে। শাকিবের জন্য কান্নাকাটি হাহুতাশ বন্ধ করতে হবে অপুকে। আপাতত কোনো পুরুষকে তার বিশ্বাস করা উচিত নয়। তাকে এখন নিজের পায়ের তলার মাটি যেমন আরও শক্ত করতে হবে, তেমনি মনের ভেতরের মাটিও শক্ত করতে হবে। পায়ের তলার মাটি, মনের ভেতরের মাটি- দুটোই এমন নরম যে, যে কেউ তাদের কাদায় ডুবিয়ে দিতে পারে। যে কেউ আবার তাদের মনেও অনায়াসে ডুবে যেতে পারে।’

এর আগে অভিনেতা ওমর সানি ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা তালাকের ঘটনায় অপু বিশ্বাসের পক্ষ নিয়ে ফেসবুকে পৃথক পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তারা চান, শাকিব-অপুর সংসার যেন ভেঙে না যায়। ছেলে জয়কে নিয়ে তারা যেন স্বাভাবিক ও সুন্দরভাবে সংসার করতে পারে।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সন্ধ্যায় শাকিব খান আইনজীবী শেখ সিরাজুল ইসলামের চেম্বারে যান। এই আইনজীবীর মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় তালাকের নোটিশ পাঠান। আইনে বলা আছে, যদি মীমাংসা না হয়, তবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর এই তারলাক কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!